শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আকাশ সরকার, ব্রাহ্মণবাড়িয়া থে‌কে
  • আপডেট সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৬৫ দেখেছে

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা রতন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।

এর আগে বীর মুক্তিযোদ্ধাগণ ট্রাকে করে মহড়া করে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল হয়ে আশুগঞ্জ আসেন। এ সময় আশুগঞ্জে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিশিষ্টজনদের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD