নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক

  • আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৮২ দেখেছে

নর্থ মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, তারা গ্রিসের সঙ্গে সীমান্তবর্তী দেশটির একটি মহাসড়কে একটি ট্রাকের ভেতর থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। ওই ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। খবর নিউইয়র্ক টাইমসের।

দেশটির দক্ষিণপূর্বে স্ট্রুমিকার কাছে সোমবার রাতে নিয়মিত টহলের সময় ওই বাংলাদেশিদের আটক করা হয়। মঙ্গলবার পুলিশ এক বিবৃতিতে ওই আটকের বিষয়টি জানায়। তবে তারা ঘটনার বিস্তারিত কিছু জানায়নি।

আটক করা এসব অভিবাসীকে সীমান্ত শহর গেভগেলিজায় স্থানান্তর করা হয়েছে। তাদের গ্রিসে ফেরত পাঠানো হবে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাবেক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের ভেতর দিয়ে তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। আর করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের শুরুর দিকে বন্ধ হয়ে যায় গ্রিস-নর্থ মেসিডোনিয়া সীমান্তও। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় এখনও সক্রিয় রয়েছে মানবপাচারকারীরা।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!