ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ লক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের আয়োজনে পৌর মিলনায়তনে কেক কাটা হয়। পরে এক আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি, ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, উপজেলা ছাত্রলীগ নেতা তারিকুল হাসান আমির, শ্রমিক নেতা এনামুল হক, শ্রমিক লীগ নেতা রুবেল সরকার প্রমুখ।