শিরোনাম
ইসলামপুরে পুলিশ নাতির অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ দাদীর সংবাদ সম্মেলন ত্রিশালে ৩৩ পরিবারকে দলিল হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ত্রিশালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ইসলামপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে ত্রিশাল ৪র্থ পর্যায়ের ৩৩ টি ঘর হস্তান্তর হবে ২২ মার্চ ত্রিশালে কম্পিউটার আইটি অলিম্পিক-২০২৩ আইসিটি কুইজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : মির্জা আজম ত্রিশালে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন মাদানী এমপি ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪ আহত ৭ নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ সম্পাদক হাবীব

ত্রিশা‌লে যুবলীগ নেতা শামী‌মের উ‌দ্যো‌গে শোক দিবস পা‌লিত

  • আপডেট রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৪৮ দেখেছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎবা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা, মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার (১৫ আগস্ট) বি‌কে‌লে ত্রিশাল উপ‌জেলা কৃষক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও উপ‌জেলা যুবলী‌গের অন‌্যতম নেতা শামীম পার‌ভে‌জের উ‌দ্যো‌গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎবা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে ত্রিশা‌লের মাঝিপাড়া রো‌ডে এক আ‌লোচনা সভায় অনু‌ষ্ঠিত হয়। আ‌লোচনা শে‌ষে বি‌শেষ মোনাজা‌তের মাধ‌্যমে ১৫ আগ‌স্টে নিহত সক‌লের আত্মার মাগ‌ফিরাত কামনা করা হয়।

বক্তব‌্য কা‌লে যুবলীগ নেতা শামীম পার‌ভেজ ব‌লেন, ১৫ আগস্ট শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই।বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। ৭৫ এর ১৫ আগস্ট রাতের অন্ধকারে নির্মমভাবে কিছু ঘাতক জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জ্ঞাপন কর‌ছি।

এ সময় আরও বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ সড়ক প‌রিবহন শ্রমিক লী‌গ ত্রিশাল উপ‌জেলা শাখার সভাপ‌তি নজরুল কবির দীপক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সভাপ‌তি মা‌নিক আকন্দ, বাংলা‌দেশ কৃষকলীগ ত্রিশাল উপ‌জেলা শাখার সদস‌্য ফারাহ সাদাত কাউসার প্রমুখ।

এ সময় অন‌্যান‌্যদের উপ‌স্থিত ছি‌লেন, মামুন, দে‌লোয়ার, মা‌নিম, তুষার, সাগর, ফাহাদ, ইমন, জামান, নাহিদ, ম‌ফিজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!