শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

ত্রিশা‌লে নির্মণ কা‌জের উ‌দ্বোধন

ফা‌তেমা শবনম
  • আপডেট সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৭০ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশালের মোক্ষপুর ইউ‌নিয়‌নের কৈতরবাড়ি দাখিল মাদ্রাসা ভবন উ‌দ্বোধন, সানকিভাঙ্গা হইতে নারায়ণপুর কোনাবাখাইল পাকা রাস্তা উদ্বোধন ও সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে‌ছে।

সোমবার (৪ অ‌ক্টোবর) বিকা‌লে নির্মাণ কা‌জের উ‌দ্বোধন ও ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ক‌রেন ময়মন‌সিংহ-৭ (‌ত্রিশাল) আস‌নের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন প্রবীন আওয়ামী লীগ নেতা ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক ফজ‌লে রাব্বী, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক মেজবাহ উ‌দ্দিন, ‌ত্রিশাল পৌর আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক মোখ‌ছেদুল আমীন মৃধা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস‌্য ও জননী গ্রুপের চেয়ারম‌্যান ইকবাল হো‌সেন, মোক্ষপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আশরাফ উ‌দ্দিন বাদশা মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন, ত্রিশাল প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক কিব‌রিয়া মাস্টার, ত্রিশাল উপ‌জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক ও পাশে দাঁড়াও (সামা‌জিক সংগঠন) এর সভাপ‌তি জ‌হিরুল ইসলাম সরকার, মোক্ষপুর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আ‌মিমুর এহসান পার‌ভেজ, ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি শ‌ফিউল্লাহ মোস্তফা ম‌নির, উপ‌জেলা তাঁতী লী‌গের সদস‌্য সচিব কামরুজ্জামান মিন্টু, ত্রিশাল পৌর ছাত্রলী‌গের সভাপ‌তি ম‌নোয়ার হো‌সেন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD