শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ত্রিশা‌লে প্রয়াত কা‌দির চেয়ারম‌্যা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী প‌ালিত

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৪৭ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বীরমু‌ক্তি‌যোদ্ধা প্রয়াত আব্দুল কা‌দের চেয়ারম‌্যানের ১৫তম মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ‌্যায় ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে ক্লাব কার্যাল‌য়ে এ দোয়‌া ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। ‌মোনাজাত প‌রিচালনা ক‌রেন প্রয়াত আব্দুল কা‌দের চেয়ারম‌্যানের ৪র্থ সন্তান সাংবা‌দিক ফজলুর র‌হিম। মোনাজাত শে‌ষে উপ‌স্থিত সক‌লের মা‌ঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বাগান ইসলামিয়া আ‌লিম মাদ্রাসার অধ‌্যক্ষ ও বাংলা‌দেশ ব‌্যু‌লে‌টিন (অনলাইন) প‌ত্রিকার বিভাগীয় প্রধান আ‌নোয়ার সাদত জাহাঙ্গীর, ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লা‌বের সহ সভাপ‌তি আ‌রিফুর রহমান রাব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহ‌মেদ, সা‌বেক সহ সভাপ‌তি ডাঃ এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুল মা‌লেক, সমাজ কল‌্যাণ সম্পাদক মো‌মিন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুর র‌হিম, দৈ‌নিক মানবজ‌মিন প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি শ‌ফিকুল ইসলাম, দৈ‌নিক স্বাধীন সংবাদ ও দৈ‌নিক গণজাগরণ প‌ত্রিকার ময়মন‌সিংহ জেলা প্রতি‌নি‌ধি জাহাঙ্গীর আলম তপু, দৈ‌নিক সংগ্রাম প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি ম‌নির হোসেন, দৈ‌নিক বাংলা‌দে‌শের খবর প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি ফা‌তেমা শবনম, দেশ রি‌ভিউ (অনলাইন) প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি মাহমুল হাসান সজীব, সাপ্তা‌হিক সবুস সময় প‌ত্রিকার সাংবা‌দিক আসাদুল ইসলাম, আব্দুছ ছাত্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD