শিরোনাম

ত্রিশা‌লে কলধ্ব‌নি সং‌ঘের উ‌দ্যো‌গে নজরু‌ল জন্মজয়ন্তী পা‌লিত

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বুধবার, ২৬ মে, ২০২১
  • ২১৭ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২২তম জন্মজয়ন্তী উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৫ মে) ত্রিশা‌লের স্বনামধন‌্য সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন কলধ্ব‌নি সং‌ঘের আ‌য়োজ‌নে গতবারের মতো সীমিত আকারে স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপল‌ক্ষে ক্লাব কার্যাল‌য়ে আ‌লোচনা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে ক‌বির জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

আ‌লোচনা সভায় বক্তারা ক‌বির স্মৃতিচারণ ক‌রে ও বি‌দেহী আত্ম‌ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ ক‌রেন। আ‌লোচনা সভা শে‌ষে মুনজুরুল হাসা‌নের প‌রিচালনায় এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২২তম জন্মজয়ন্তী‌তে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে ত্রিশা‌লে বি‌ভিন্ন পর্যা‌য়ের সংগীত শিল্পীগণ গান প‌রি‌বেশানা ক‌রেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!