ময়মনসিংহের ত্রিশালে আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে অসহায়, অতিদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের পূর্ব পাড়া এলাকায় আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে অসহায়, অতিদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে আতব চাল, সেমাই, চিনি, তেল ও পিঠা বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আলোর দিশারী যুব সংঘের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক রায়হান বিন জিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।