রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

ত্রিশা‌লে আব্দুল মান্নানের মৃত‌্যু‌তে শোক সভা ও দোয়া মাহ‌ফিল

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৩১ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে সাংবা‌দি‌ক এনামুল হক ফাউ‌ন্ডেশ‌নের আ‌য়োজ‌নে প্রতিষ্ঠা‌নের সভাপ‌তি ডাঃ এনামুল হকের শ্রদ্ধাভাজন পিতা আব্দুল মান্না‌নের মৃত‌্যু‌তে শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।

বুধবার (১৯ মে) বাদ আছর সাংবা‌দি‌ক এনামুল হক ফাউ‌ন্ডেশ‌নের ত্রিশাল অ‌ফি‌সে এক শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। এ সময় ত্রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি এইচ. এম জোবা‌য়ের হো‌সেনের সঞ্চালনায় আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন, বাগান ইসলা‌মিয়া আ‌লিম মাদ্রাসার অধ‌্যক্ষ আ‌নোয়ার সাদত জাহাঙ্গীর, ত্রিশাল উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লীগের সা‌বেক যুগ্ম আহবায় ও সামা‌জিক সংগঠন পা‌শে দাঁড়াও এর প্রতিষ্ঠাতা সভাপ‌তি জ‌হিরুল ইসলাম জ‌হির সরকার, শিশু কল‌্যাণ ফাউ‌ন্ডেশ‌নের সভাপ‌তি মাহমুদুল হাসান রায়হান, সারা ইন্সুরেন্স ময়মন‌সিংহ বিভাগীয় প্রধান ম‌জিবুর রহমান, ত্রিশাল সরকা‌রি নজরুল ক‌লে‌জের গভনিং ব‌ডির সদস‌্য আব্দুল আউয়াল প্রমুখ। শোক সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সাংবা‌দি‌ক এনামুল হক ফাউ‌ন্ডেশ‌নের সভাপ‌তি ডাঃ এনামুল হক।

আ‌লোচনা সভা শে‌ষে দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন আলজা‌মিয়া উল মু‌দিয়া নীলবানাদ ম‌হিলা মাদ্রাসার প‌রিচালক সাঈদ মুহাম্মদ তৈয়বুর রহমান।

এ সময় আরও উপ‌স্থিত ছিলেন, দৈ‌নিক ভো‌রে অ‌পেক্ষা প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি ও দৈ‌নিক বি‌শ্বের মুখপত্র প‌ত্রিকার স্টাফ রি‌পোর্টার ফা‌তেমা শবনম, সাংবা‌দি‌ক এনামুল হক ফাউ‌ন্ডেশ‌নের সাধারণ সম্পাদক র‌বিউল ইসলাম হৃদয়, সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল কা‌দের, ক্ষোধ‌্যক্ষ জ‌সিম উ‌দ্দিন, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ তু‌হিন, দেশ রিভিউ প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি মাহমুদুল হাসান স‌জিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD