ত্রিশা‌লের ‌মোক্ষপু‌রে নির্বাচনী জনসভা

ফা‌তেমা শবনম
  • আপডেট শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৩০ দেখেছে

আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ম‌নোনীত নৌকা প্রতীকের প্রার্থী ‌‌মোঃ আশরাফ উ‌দ্দিন বাদশাহ মাস্টা‌রের বিজয় নিশ্চিত করার ল‌ক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৫ ন‌ভেম্বর) বিকা‌লে ঐ‌তিহ‌্যবাহী সানকীভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মোক্ষপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে এক বিশাল নির্বাচনী জনসভা করা হ‌য়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মন‌সিংহ-৭ (‌ত্রিশাল) আস‌নের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

উক্ত নির্বাচনী জনসভায় ইউ‌নি‌য়িন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ আশরাফ উ‌দ্দিন বাদশাহ মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, ময়মন‌সিংহ জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আহমদ আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভো‌কেট জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, উপ‌জেলা আওয়ামীলী‌গের সদস‌্য এ‌বি সি‌দ্দিক, ত্রিশাল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমীন মৃধা প্রমুখ। সঞ্চালনা ক‌রেন মোক্ষপুর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আ‌মিমুর এহসান পার‌ভেজ।

এছাড়াও উক্ত নির্বাচনীয় জনসভায় উপ‌স্থিত ছি‌লেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন‌্যান‌্য অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!