বর্ণাঢ্য আয়োজনে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক মাধ্যম ত্রিশাল হেল্পলাইনের এক বছর পূর্তিতে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
“সবাই মিলে কাজ করি, সমৃদ্ধ ত্রিশাল গড়ি” এ শ্লোগান নিয়ে বুধবার ত্রিশাল পৌর সভা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল হেল্পলাইন সভাপতি হামিদুর রহমান সুমনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের উদ্বোধনের মধ্যদিয়ে এতে প্রধান বক্তা ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ন.ম জিল্লুর রহমান, হাত বাড়াও সংগঠনের সভাপতি মারুফ হোসেন, সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী, ত্রিশাল হেল্পলাইন সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাবু প্রমুখ।