ময়মনসিংহের ত্রিশালে সামাজিক সংগঠন ত্রিশাল হেল্পলাইনের মাস্ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইনের উদ্যোগে ও ত্রিশাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাস্ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে মাস্ক ব্যাবহার ও সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ ত্রিশাল হেল্পলাইনের এডমিন প্যানেল ও স্বেচ্ছাসেবকরা।