রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

ত্রিশাল শাখা ছাত্র আন্দোলন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৮৫ দেখেছে

ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ত্রিশাল উপজেলা শাখা ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে ।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাতে গড়া সংগঠন কৃষক শ্রমিক জনতালীগের সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে বঙ্গবীর এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ত্রিশাল উপজেলা শাখা ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে ।

মঙ্গলবার ৭ মার্চ কৃষক শ্রমিক জনতা লীগ এর সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র নেতা প্রকৌশলী নূর মোহাম্মদ জিহাদ হোসেন এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, ১) আহ্বায়ক প্রকৌশলী সাঈদ কাউছার ২) যুগ্ম-আহ্বায়ক- মোঃ মোস্তাফিজুর রহমান মণ্ডল ৩) যুগ্ম-আহ্বায়ক- আজিজুল হাকিম (সানাক) ৪) সদস্য সচিব- আহমেদ আলী মানিক ৫) সদস্য আব্দুল হান্নান ৬) সদস্য আসাদুজ্জামান (জামান) ৭) সদস্য- মোঃ আবু হানিফ ৮) সদস্য- আশিকুর রহমান আশিক ৯) সদস্য- মোঃ রাকিবুল ইসলাম ১০) সদস্য- মোঃ ইমরান হাসান (সাগর) ১১) সদস্য- রোমান মিয়া ১২) সদস্য- শাহাদাত হোসেন সিফাত ১৩) সদস্য- মেহেদী হাসান রিফাত ১৪) সদস্য- শরাফ উদ্দিন বেপারী (শরাফ) ১৫) সদস্য আলফাজ উদ্দীন ১৬) সদস্য- রবিন আহমেদ, ১৭) সদস্য- মোঃ রতন মিয়া ১৮) সদস্য- রেদুয়ানুল হোসেন রোকন ১৯) সদস্য- মোঃ ইকবাল হাসান ২০) সদস্য- মোফাসাল হোসাইন রনি ২১) সদস্য মোঃ রাতুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD