ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর ২য় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘নিজে মাস্ক পড়–ন, অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আব্দুল মান্নান ট্রাস্ট এন্ড ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ট্রাস্ট এন্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এবিএম তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুবুল আলম পারভেজ, জা.ক.কা.ন.ই. বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান রনি, ত্রিশাল বিএম এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ মাজাহারুল ইসলাম মুকুল, জা.ক.কা.ন.ই.বি. ছাত্রীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ত্রিশাল হেল্পলাইনের সভাপতি হামিদুর রহমান সুমন, মোস্তাকিম আসলাম উদ্দিন রানা, নিশাত, হৃদয়, রেজোয়ান আহাম্মেদ রাজিন, রবিন, রাজিব, পারভেজ, ইউসুফ, কামরুল, ইমরান, মনির, সামাদ প্রমুখ।