শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

ত্রিশাল পৌর নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত

Reporter Name
  • আপডেট বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৭ দেখেছে

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৩নং ওয়ার্ডের মো. সাখাওয়াত হোসেন কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে সশরীরে উপস্থিত হয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়ার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো. সাখাওয়াত হোসেন মনোনয়ন দাখিল করে ভোটারদের উদ্যেশ্যে বলেন, আমি আপনাদের দোয়ায় আজ মনোনয়নপত্র দাখিল করেছি। নির্বাচনের শেষদিন পর্যন্ত আপনাদেরকে এভাবেই পাশে চাই। আপনাদের দোয়া, ভালবাসা ও দিক-নির্দেশনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আশা করছি ৩০ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করব। কাউন্সিলর হিসেবে জয় লাভ করে পৌরসভার ৩নং ওয়ার্ডকে অত্যাধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে বাস্তবায়ন করব।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহসিন আহমেদ রনি, শাহ মো. শাহাবুল আলম, রুকনুজ্জামান বাবু, জাহাঙ্গীর হোসেন, ফরহাদ হোসেন, বুলবুল তামজিত আহমেদ প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া বলেন, পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ১১ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD