ময়মনসিংহের ত্রিশালে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ত্রিশাল থানার আয়োজনে থানা চত্বরে ডেইরি ফার্ম মালিক সমিতি ও খামারীদের সাথে স্বাস্থ্য বিধি মেনে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে দেশের ডেইরি ফার্মগুলো। আমিষের চাহিদার সিংহভাগ পূরণ হয় এসব ফার্ম থেকেই। অনেক এখন দেখা যাচ্ছে ডেইরী সেক্টরের দিকে আগ্রহী হচ্ছেন। ত্রিশাল থানায় অবস্থিত বিভিন্ন খামারীদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত। ত্রিশালের প্রতিটি ইউনিয়নেই আমাদের টহল টিম রয়েছে। টিম গুলো আপনাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। আপনার এলাকায় বা আপনার খামারের আশ-পাশে সন্দেহজনক কাউকে দেখলে আমাদের জানান, আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়, সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার, ত্রিশাল ডেইরি ফার্ম মালিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক সহ ত্রিশাল উপজেলার সকল খামারীবৃন্দ।