শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

ত্রিশালে সু‌তিয়া ব্রী‌জেই কালা‌মের মৃত‌্যু

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭০৫ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশালে সু‌তিয়া নদীর ব্রী‌জে অবস্থানরত ভিক্ষু‌ক আবুল কালাম (৭৫) মৃত‌্যুবরণ ক‌রেন।

প‌রিবার সূ‌ত্রে জানাযায়, শ‌নিবার ভোর রা‌তে ব্রী‌জের উপর শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন আবুল কালাম। র্দীঘ দুই যুগ আ‌কে সনাতন ধর্ম ত‌্যাগ ক‌রে ইসলাম ধর্ম গ্রহণ ক‌রেন তি‌নি। তার পূ‌র্বে নাম ছিল জিতু ঋ‌ষি বাবু তা প‌রিবর্তণ ক‌রে আবুল কালাম রাখা হয়। কর্ম জীব‌নে তি‌নি অ‌টো‌মোবাইল মিস্ত্রী হি‌সে‌বে কাজ কর‌তেন। শারী‌রিক অসুস্থতা দেখা দি‌লে কর্মক্ষম হ‌য়ে প‌রেন তি‌নি। প‌রে অর্থ সংক‌টে ভিক্ষাবৃত্তি‌তে ‌নে‌মে আ‌সেন আবুল কালাম। এক সময় বাসস্থান সংক‌টে ত্রিশাল বাজা‌রের সুতীয়া নদীর ব্রী‌জে অবস্থান ক‌রেন আবুল কালাম।

ত্রিশাল পৌরসভার ৬নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর আলমগীর ক‌বির জানায়, আবুল কালাম পৌরসভার ৬নং ওয়া‌র্ডের ঋ‌ষি বা‌ড়ির বা‌সিন্দা। তার মৃত‌দেহ পৌর কবরস্থা‌নে দাফ‌ন করা হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD