ময়মনসিংহের ত্রিশালে শতাধিক শীতার্তদের মাঝে আবুল বাশার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আউলটিয়া গ্রামে দরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে আবুল বাশার ফাউন্ডেশন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ইউনিটি’র সভাপতি সাইফুল আলম তুহিন। এ সময় দলিল লেখক আব্দুল্লাহ আল মামুন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল খালেক বিল্লাল, মোঃ হেলাল উদ্দিন শেখ, শেখ মোঃ সোহাগ, ত্রিশাল প্রেস ইউনিটির সহ-সভাপতি আবু রাইহান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম প্রমূখ।ফাউন্ডেশনের পরিচালক আব্দুল খালেক বলেন, ‘আমার মৃত বাবা আবুল বাশারের নামে এই ফাউন্ডেশনটি করা হয়েছে। প্রতিবছরই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায়দের সহায়তা করে থাকি। আমার প্রবাসী ভাই আবু মুসা এবং আমাদের পরিবারের লোকজনের আর্থিক সহায়তায় ফাউন্ডেশন চলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনে চেষ্টা করবো।’