ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল ডাক বাংলোয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ত্রিশাল উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদাক মাহাবুবুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ আপেল প্রমুখ।
এছাড়াও ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল হালিম খান, মো. আতাহার হোসেন জনি, মো. সাব্বির আহম্মেদ, মো. আব্দুস সাত্তার, মো. মাহমুদুল ইসলাম রুমান, মো. রিয়াজুল ইসলাম রিয়াদ, মো. উজ্জল মাহবুল আলম, মো. শাহাদাৎ হোসেন লিপন, মুক্তাদির আলম (জুবায়ের) ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।