শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ত্রিশালে বালিকা মাদরাসার দাওরায়ে হাদিস ক্লাস উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ দেখেছে

ময়মনসিংহের ত্রিশালে রহীমা ও আরিফা খাতুন বালিকা মাদরাসা ও এতিমখানা এর উদ্যোগে দাওরায়ে হাদিস ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান (বোখারী শরিফের পাঠদান) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার চক পাঁচপাড়া চৌরাস্তার মোড়ে মাদরাসা ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা গ্রুপের চেয়ারম্যান অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম।  প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ইন্সুরেন্স কোঃ লিঃ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইসমাঈল হোসেন নওয়াব।

অনুষ্ঠানে বুখারীর দারস প্রধান করেন ঢাকার উসওয়াতুন হাসানা মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুস সামাদ মাদানী। অনুষ্ঠান উদ্ধোধন করেন এক্রিল্যান্ট সিরামিক এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আজিজুল হাকিম।

এসময় বুখারীর দারস প্রধান করে হাফেজ আব্দুস সামাদ মাদানী বলেন, ‘আজকে যারা বোখারি শরিফ সহ সিয়াসিত্তার সবক শুরু করছেন তাদের উচিৎ হবে তারা যত হাদিস পড়বেন সবগুলোর আমল পূূর্ণাঙ্গরূপে করার চেষ্টা করা। শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাতের আমল নয়, নফল আমলগুলোকেও গুরুত্ব দেওয়া প্রত্যেকের জন্য উচিত।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ, কাতলাসেন কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ বিন সুরুজ, ঢাকার বায়তুল মামুর জামে মসজিদের খতিব আব্দুল মালেক, ত্রিশাল ইসলামি সেন্টার জামে মসজিদের খতিব জামাল উদ্দিন মাদানী, অত্র মাদ্রাসার শিক্ষক রাশেদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আব্দুল্লাহ আল কাফী।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD