ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম।
ব্রিফিং কালে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নির্বাচন বিধি মোতাবেক ত্রিশাল পৌর নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে হবে। কোন প্রকার গোজবে কান না দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা যা করনীয় তা নির্বাচনীয় বিধি মোতাবেক পালন করতে হবে।