ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জননেতা মাঈনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ত্রিশাল উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজের উদ্দ্যোগে বাদ জুমা ত্রিশালের বিভিন্ন মসজিদে মাঈনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গত সোমবার থেকে মাঈনুল হোসনে খান নিখিল শরীরে জ্বর অনুভব করছিলেন। গত বুধবার করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল জমা দেন। বৃহস্পতিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। মাঈনুল হোসনে খান নিখিল চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন।