ময়মনসিংহের ত্রিশাল থানার দুই পুলিশ অফিসারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের আয়োজনে ত্রিশাল থানা চত্বরে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আঃ সাত্তারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়। এছাড়াও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অন্যান্য অফিসার ও থানায় কর্মরত স্টাফগণ। বিদায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার।