ময়মনসিংহের ত্রিশালে জাতীয় নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলে রুমে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যে জাতীয় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রাণী রায়, উপজেলা সমবায় অফিসার অপূর্ব মালাকার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জাহিদা আক্তার রুনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষক শাহানা আক্তার, ব্র্যাক ত্রিশাল শাখার কর্মসূচী সংগঠক জহিরুল ইসলাম, আহাদুজ্জামান প্রমুখ।