নির্বাচনে টাকার প্রভাব খাটানো ও সন্ত্রাসী কর্মকা- থেকে দূরে থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে ত্রিশাল পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক চার বারের কাউন্সিলর আজাহারুল ইসলাম।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উটপাখি প্রতীকে প্রার্থী হয়েছেন প্যানেল মেয়র ও সাবেক চারবারে কাউন্সিল সৎ, নিষ্ঠাবান ও সকলের আস্থাভাজন আজাহারুল ইসলাম। তিনি পৌর এলাকাসহ উপজেলায় আজাহার কমিশনার নামেই সু-পরিচিত।
রাস্তাঘাট, দোকানপাট ও বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি ও তার সমর্থকরা। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। পৌর এলাকার ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন তিনি। তার সঙ্গে লড়ছেন গাজর প্রতীকে আশিকুর রহমান আশিক।
উটপাখি প্রতীকে কাউন্সিলর প্রার্থী আজাহারুল ইসলাম বলেন, জরাজীর্ণ অবস্থায় ত্রিশাল পৌরসভার কাজ শুরু করেছি। সে সব উন্নয়ন আজ দৃশ্যমান। রাস্তা ঘাট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নেই এ ওয়ার্ডে। আমি আবারও নির্বাচিত হবো ইনশাআল্লাহ। নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে একটি মডেল ওয়ার্ড হিসেবে জনগণকে উপহার দিবো বলে আমি আশাবাদী।