ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রয়াত নেতা (ফজলুল হক ফকির) ফজল নেতার ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ লক্ষ্যে শনিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান মাস্টার, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির সরকার, আ.লীগ নেতা হাবীবুর রহমান মাস্টার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মজনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা নয়ন তালুকদার।
আলোচনা সভায় বক্তরা বলেন, আ.লীগের দুর্দিনে রাজনীতি করে উপজেলায় আ.লীগকে প্রতিষ্ঠিত করেছে ফজলুল হক ফকির সহ কয়েকজন। তাদের আমরা ভুলতে বসেছি। তরুণদের সামনে তাদেরকে উপস্থাপন করা প্রয়োজন। আওয়ামী রাজনীতিতে তার ভূমিকা অনস্বীকার্য।