ময়মনসিংহের ত্রিশালের কাঁঠাল ইউনিয়নে বিনামূল্যে ভ্রাম্যমাণ ভ্যাকসিন বুথের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকলে ত্রিশাল উপজেলা প্রশাসনের সহযোগীতায় কাঁঠাল ইউনিয়ন সেচ্ছাসেবক টিম (কোভিট-১৯) এর আয়োজনে ‘নিয়ম মেনে ভ্যাকসিন নিন, করোনা মুক্ত দেশ গড়ুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাঁঠাল ইউনিয়নে ভ্রাম্যমাণ বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কাঁঠাল ইউনিয়নের ৫৬জন বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সুবিধা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশালের সহকারী (ভূমি) কমিশনার তরিকুল ইসলাম তুষার, আওয়ামীলীগের প্রবীণ আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফরিদুল আলম উল্কা, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল সহ আরও স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।