জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা বাবুলের পুত্র দাইয়ানের জন্মদিন পালিত। ২১ মে শুক্রবার, নীলকুসুম টাওয়ার, ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মযময়মনসিংহ জেলা জাপার সহ- সাধারন সম্পাদক, ফুলবাড়ীয়া, ময়মনসিংহের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল ও বিশিষ্ট সমাজ সেবক, দেওখোলা মন্ডল বাড়ী হাইস্কুলের ম্যানেজিং কমিটির দীর্ঘ দিনের সভাপতি ফেরদৌসী রহমান কুসুমের কনিষ্ট পুত্র মো:মাহরুজ তালাল দাইয়ান এর জন্মদিবস ঘরোয়া পরিবেশে অনারম্বড় ভাবে পালিত হয়।
উক্ত জন্মদিবস অনুষ্ঠানে দাইয়ান কে উপস্হিত সকলেই দোয়াকরেন এ বিভিন্ন প্রকারের গিফ্ট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান, উপস্হিত সকলে সীমিত আকারে আনন্দ উল্লাস, শিক্ষনীয় কুইজ, গান কবিতা ইত্যাদি সমাপ্ত করে নৈশভোজে অংশ গ্রহন করেন। উক্ত আরম্বরহীন প্রানবন্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, দাইয়ানের ঘনিষ্ট বন্ধুদের মাঝে সামি, ফুয়াদ জামান আলী, খালামনি তাসলিমা বেগম কুইন, খালাত ভাই, জাওয়াদ তাজোয়ার মাহবুব জাওয়াদ, সাকিব তাজোয়ার মাহবুব জিদান, জাপা ও জাতীয় যুব সংহতি নেতা মো: হেলাল উদ্দীন, ঢাকা যাদুঘরের কর্মকর্তা সৈয়দ সারওয়ার, মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির প্রটোকল কর্মকর্তা আমিনুল ইসলাম, এড. রুহুল আমিন, ফুলবাড়ীয়া জাতীয় যুব সংহতি নেতা কামরুজ্জামান মামুন, পল্লীবন্ধু পরিষদ নেতা সোলায়মান, আশিকুল হক সুজন, মিসেস সুজন, দাইয়ানের বড়ভাই আদনান শাহরিয়ার নাজিন, বড়বোন সোভেলিয়া রহমান সানাম, বড় ভাই রাফসান শাহরিয়ার নিলয়, দাইয়ানের ভাগিনী কুসুমিকা সানাইয়া পুটু, বন্ধু খায়রুল ইসলাম, আছিয়া বেগম, ফাহেনা বকট, আ: হক প্রমুখ।