ময়মনসিংহের পাগলা থানায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। গতকাল শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী সোহেল কে গ্রেফতার করে ময়মনসিংহের পাগলা থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আমিনুল হক।
এ বিষয়ে এস আই মোঃ আমিনুল হক জানান, মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মনিটরিং সেলের অন্তর্ভুক্ত হয়। দীর্ঘ প্রায় দেড় মাস পর মামলাটির ২য় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়ে প্রধান আসামি মোঃ সোহেল (২৫) কে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করি। মোঃ সোহেল পাগলা থানার টাংগাব এলাকার আঃ মালেকের ছেলে।
মামলাটির তদন্ত কর্মকর্তা আরও জানান, টাংগাব গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে গত ২০২৩ সালের ২২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বাড়ির পাশের ঝোপে ১৩ বছর বয়সী এক কিশোরি ধর্ষণের স্বীকার হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ৩ জনের বিরুদ্ধে পাগলা থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামিরা গা ঢাকা দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার স্বীকারোক্তি দেয় প্রধান আসামি মোঃ সোহেল।
এই বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই মোঃ আমিনুল হক জানান, ধর্ষণের স্বীকার মেয়েটির পরিবার খুবই গরীব এবং অসহায়। অন্য সহযোগী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
পাগলা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, এই মামলাটি আমাদের জন্য খুব সেনসেটিভ ছিলো। প্রধান আসামী ধরা পড়েছে। অন্য আসামীদের গ্রেফতার সহ ভিকটিমের পরিবার যাতে ন্যায়বিচার পায় সেই লক্ষ্যে কাজ করবো।