দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর পরিকল্পিত হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমবার মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বুধবার রাত ৩ টার দিকে তার বাসভবনে দুষ্কৃতকিারীদের হামলার স্বীকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ।
মানববন্ধন শেষে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধারা।