শিরোনাম

কবিতা: “তোমার অপেক্ষায় “

  • আপডেট সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৯ দেখেছে
ষোল ডিসেম্বর আজ সারা বাংলাদেশে,
অতি কাঙ্খিত,বিজয় নিশান উড়ছে।
হে বিজয় কেতন, তোমার অপেক্ষায়,
কত রজনী কেটেছে ঘুমহীন কান্নায়।
কত মা বোন হয়েছে সম্ভ্রমহানি,
আকাশে বাতাসে ভেসেছে কান্নার ধ্বনি।
কত বিমাতা, ভগিনী হারিয়েছে স্বামী সন্তান,
কত মুক্তিযোদ্ধা হারিয়েছে
অঙ্গপ্রত্যঙ্গ, হারিয়েছে প্রাণ।
কতঝড়ঝঞ্ঝা, কাকুতি, সন্তাপ, নার-
কীয়তার হয়েছে অবসান,
অবশেষে তোমাকে পেয়েছি,
প্রণয়পূর্ণ বিজয় নিশান।
লক্ষ শহীদের রক্তে রঞ্জিত মাটি,
অকালে অর্দিত প্রাণ,
আজকের বিজয় নিশান
তোমাদের অবদান।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!