উন্নয়নশীল দেশে উত্তরণে ত্রিশা‌লে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৯ দেখেছে

উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনু‌ষ্ঠান ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে পা‌লিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে বেলা ১১টায় উপ‌জেলা প‌রিষদ চত্ব‌র থে‌কে র‌্যা‌লি বের হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে এ‌সে শেষ হয়। দুপু‌রে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকার। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আখতারুজ্জামানের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপ‌জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা হারুন অর র‌শিদ, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান হুমায়ুন কবীর আকন্দ, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান মাহমুদা খানম রুমা, বীর মু‌ক্তি‌যোদ্ধা নূরুল মো‌মেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা মুজা‌হিদ খান ভোলা, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়াও বক্তব‌্য রা‌খেন, ত্রিশাল প্রেসক্লা‌বের সভাপ‌তি এ‌টিএম ম‌নিরুজ্জামান ম‌নির, ত্রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এইচ এম জুবা‌য়ের হোসাইন, ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফকরু‌দ্দিন আহ‌মেদ।

বক্তারা ব‌লেন, আজ আমা‌দের দেশ উন্নয়নশীল দে‌শে উত্তরণ ক‌রে‌ছে। বঙ্গবন্ধুর সু‌যোগ‌্য কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নে‌তৃ‌ত্বে ও ঐকা‌ন্তিক প্রচেষ্টায় স্বল্প উন্নত দে‌শ থে‌কে উন্নয়নশীল দে‌শে উত্তরণ ক‌রে‌ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!