চলতি বছর বাংলাদেশি যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে তারা হজ করতে পারবেন বলে জানিয়েছে হজ এজেন্সি অব বাংলাদেশ-হাব।
হাবের সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণাণয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনার কারণে এ বছর বাংলাদেশসহ অন্য কোনো দেশ হজে অংশ নিতে পারবে না। শুধু সৌদি আরবে বসবাসকারী স্থানীয় ও বিদেশিরা সীমিত পরিসরে হজ করতে পারবেন।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ১ মার্চ থেকে হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়।
পরে করোনার কারণে প্রথম দফায় ২৫ মার্চ, দ্বিতীয় দফায় ৮ এপ্রিল এবং শেষ দফায় ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৫৯৪ জন হজের জন্য নিবন্ধন করেন।