ময়মনসিংহের ত্রিশালে এক অসহায় হতদরিদ্র পরিবারকে যুবলীগের উপহার হিসেবে একটি সেমিপাকা ঘর পেয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে এই ঘরের চাবি হস্তান্তর করেন। ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের নিজস্ব তহবিল থেকে এই ঘর তৈরি করে দেয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের পরিবারকে এই ঘর উপহার দেওয়া হয়। এক সময় এই পরিবারটির থাকার কোন ভালো ঘর ছিল না। পরিবারকে নিয়ে থাকার অনুপযোগী একটি ভাঙাচোরা ঘরে থাকতো তারা। যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে এই অসহায় পরিবারকে নিজস্ব অর্থায়নে ঘর নির্মান করে দেন যুবলীগ সভাপতি জুয়েল সরকার।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘর উপহার প্রদান ছাড়াও দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাার্ষিকী পালিত হয়। সকালে কেক কাটা, জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্টাতা শেখ মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “দেশে একজন মানুষও গৃহহীন হয়ে থাকবে না” এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী ত্রিশাল উপজেলা যুবলীগের উদ্যোগে এই অসহায় পরিবারের মাঝে ঘর বিতরণ করেছি।
এই অসহায় পরিবারটিকে ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল, উপদপ্তর সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ স্থানীয় নেতৃবৃন্দ।